মুক্তির প্রথম দিকে দারুণ সাড়া ফেলেছিল সালমান খানের বহুল প্রত্যাশিত সিনেমা ‘টাইগার ৩’। প্রথম তিন দিনে প্রায় ১৫০ কোটি আয় করলেও চতুর্থদিন থেকে বিপর্যয়ের মুখে পড়েছে সিনেমাটি। চতুর্থদিন মাত্র ২১.১ কোটি, পঞ্চমদিন ১৮.৫ কোটি ষষ্ঠ দিন আরও কমে মাত্র ১৩ কোটি টাকা আয় করেছে ‘টাইগার ৩’।
মুক্তির ছয় দিনে ছবিটি মোট ২০০.৬৫ কোটি টাকা আয় করলেও প্রত্যাশা অনুসারে চলচ্চিত্রটি ততটা ভালো করতে পারছে না বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। ছবিটি নিয়ে হতাশ মুম্বাইয়ের হলমালিকরা।
মুম্বাইয়ের গেইটি গ্যালাক্সি থিয়েটারের মালিক এবং মারাঠা মন্দির সিনেমার কর্মকর্তা মনোজ দেসাই ‘টাইগার-৩’র বক্স অফিসে চলতে না পারার বিষয়ে হতাশা ব্যক্ত করেছেন।
মনোজ দেশাই জানিয়েছেন, সালমান খানের ছবি ‘টাইগার-৩’ নিয়ে তার অনেক প্রত্যাশা ছিল। কিন্তু এখন তিনি ছবিটির আয় নিয়ে হতাশ। ছবিটিতে সুপার-ডুপার হিট কোন উপাদান নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
একটি সাক্ষাৎকারে মনোজ বলেছেন, ‘আমার অনেক প্রত্যাশা ছিল, আমি ভেবেছিলাম দীপাবলিতে সালমান খানের সিনেমা সফল হবে। আপনি বিশ্বাস করবেন না, ছবিটি ভালো না চলায় আমার খুব মন খারাপ। রবিবার প্রেক্ষাগৃহ পূর্ণ ছিল। কিন্তু পরে দর্শক সংখ্যা কমেছে। আমি কিছু বুঝতে পারছিলাম না, কী হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমি বলতে চাই যে গল্পের লাইন যিনি লিখেছেন, তিনি ঠিক কাজ করেননি। আমি ছবির একটি ফ্রেমও দেখিনি, তবে শুনেছি যে, এই ছবিতে সালমান খান পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বাঁচাতে যান। এই ধরনের বিষয় আমাদের ভারতে কাজ করে না।’
তিনি বলেন, ‘আমরা দু’টি দেশ পরস্পরের কট্টর প্রতিপক্ষ। আমরা আর পাকিস্তান কোন ভাবেই একসঙ্গে নেই। যখন পাকিস্তানি দল বিশ্বকাপ থেকে বাদ পড়েছিল, তখন এখানকার মানুষ পটকা ফাটিয়েছিল, ভোর চারটা পর্যন্ত নাচছিল, এটাই আমাদের মানসিকতা। ওই দেশের (পাকিস্তানের) মানুষও এটা করেন। শুধু তাই নয়, সীমান্তের কাছে আমাদের মেজর-কর্নেল, আমাদের সেনাদের রোজ মরতে হয়, কাশ্মীরে আমাদের সৈন্যরা প্রতিদিন মরতে থাকেন এসব আমাদের দুঃখ দেয়। তাই এই ছবি দর্শককে সেভাবে টানেনি।’
স্পাই অ্যাকশন থ্রিলার ধাঁচের ‘টাইগার ৩’ পরিচালনা করেছেন মনীশ শর্মা। সিনেমায় সালমান এবং ক্যাটরিনা কাইফ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ভিলেনের চরিত্রে দেখা গেছে ইমরান হাশমিকে। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।
আরো পড়ুন : আল-শিফা হাসপাতালের আইসিইউতে সব রোগী মৃত্যু