বিশ্বকাপ ব্যর্থতার পর সব ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। এরপরই যেন নড়েচড়ে বসে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বৃহস্পতিবার তারা টেস্টের জন্য শান মাসুদ এবং টি-টোয়েন্টির জন্য শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক হিসেবে বেছে নেয়। এরপর শুক্রবার ঘোষণা আসে প্রধান কোচের পদে মোহাম্মদ হাফিজকে নিয়োগ দেওয়ার বিষয়টি। সেই ঘোষণার কয়েক ঘণ্টা যেতে না যেতেই এলো নতুন খবর- প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিচ্ছেন সাবেক পেসার ওয়াহাব রিয়াজ।
ইনজামাম উল হকের স্থলাভিষিক্ত হলেন ওয়াহাব। বিতর্কের জেরে বিশ্বকাপ চলাকালেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান পাকিস্তানের এই কিংবদন্তি ব্যাটার। ভারতে চলমান আসরটিতে পাকিস্তানের প্রধান কোচ ছিলেন গ্র্যান্ট ব্রাডবার্ন এবং টিম ডিরেক্টর ছিলেন মিকি আর্থার। এই দুটি পদকে আর আলাদা রাখতে চাইছে না পিসিবি। যে কারণে প্রধান কোচ এবং টিম ডিরেক্টরের দায়িত্বভার একাই সামলাবেন হাফিজ। শীর্ষ পর্যায়ে কোচিংয়ের কোনো অভিজ্ঞতাই ছিল না তার। তবে দলের সবার কাছে ক্লিন ইমেজ থাকার জন্যই হাফিজকে বিবেচনায় নিয়েছে পিসিবি। আপাতত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় তিনটি টেস্ট এবং নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।
আরো পড়ুন : বিপর্যয়ের মুখে টাইগার-৩