গোপালগঞ্জের মুকসুদপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় সরোয়ার ফকির (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ২ জন। এ ঘটনায় ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (১০ মে) সকালে মুকসুদপুর উপজেলার গনিয়াড়ী গ্রামে এই ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত বৃদ্ধর ছেলে আব্দুর রশিদ ফকির জানান, একই গ্রামের সিহাম, মোরাদ এবং রুহুলের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তার বিভিন্ন সময় আমার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে মারধরসহ বিভিন্ন ধরনের হুমকি দেয়। এর জের ধরে সোমবার রাতে হামলাকারীদের মূল হোতা শাহাবুদ্দীন কাজীর লোকজন আমাদের উপর হামলা করে মারধর এবং বাড়ি ঘর ভাংচুর করে।
পরে ৯৯৯ কল দিলে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে আহত বৃদ্ধ সরোয়ার ফকিরসহ আরও ২জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সরোয়ার ফকির মারা যান।
মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া জানান, এ ঘটনার সাথে জড়িত শাহাবুদ্দীন কাজী, মনির শেখ এবং সাকিব শেখকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আইনশৃংখলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
আরো পড়ুন : গোপালগঞ্জে ছাত্রী ধর্ষণ : শিক্ষক জেল হাজতে
গোপালগঞ্জ প্রতিনিধি :