ঠাকুরগাঁওয়ে ৪শ দুস্থ পরিবারকে পুরো রমজান মাসের খাদ্য সহায়তা (ভিডিও)

ঠাকুরগাঁওয়ে ৪শ দুস্থ পরিবারকে পুরো রমজান মাসের খাদ্য সহায়তা
ঠাকুরগাঁওয়ে ৪শ দুস্থ পরিবারকে পবিত্র রমজান মাসের ইফতারি সেহরির খাদ্য সহায়তা দিয়েছে একটি বেসরকারি সংস্থা। শনিবার (২৫ মার্চ) সকালে সদর উপজেলার আখানগর পাঠানপাড়া বড়পুকুর মাঠে এই ত্রাণ বিতরণ করা হয়। 

লন্ডনভিত্তিক সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্ট ইউকে (জিআরটি)র অর্থায়নে ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি (ডব্লিউবিএস) এর সার্বিক তত্ত্বাবধানে এই খাদ্য বিতরণ করা হয়। 

প্রতিটি পরিবারকে চাল, আটা,আলু, ডাল, তেল,বুট খেজুর,চিনি,মশলাসহ সেহরি ও ইফতারির জন্য প্রয়োজনীয় ২২টি উপাদানসহ ৬০ কেজি খাদ্যসামগ্রী প্রদান করা হয়। 

ডব্লিউবিএস এর স্থানীয় প্রতিনিধি মুফতি শরিফুল ইসলাম জানান, তাদের সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুল ইসলামের পরিচালনায় এ দেশের দারিদ্র্য ও অসহায়ত্ব মোকাবিলায় দেশব্যাপী এ ধরনের ত্রাণতৎপড়তা তারা  ২০২০ সাল থেকে চালিয়ে যাচ্ছেন। তাঁদের কর্মসচির মধ্যে রয়েছে, পুরো রমজান মাসজুড়ে পথশিশুদের প্রতিদিনের খাদ্য বিতরণ করা।এছাড়াও টিউব ওয়েল,অজুখানা, মসজিদ ,মাদ্রাসা, শীতবস্ত্র বিতরণ, বিধবা এতিম হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ ও ছাত্র-ছাত্রীদের পড়ালেখা সহায়তা প্রদান করে থাকেন তারা।

ত্রাণ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দরিদ্র দুস্থরা। হুইল চেয়ারে বসা শারীরিক প্রতিবন্ধী রাকিব রানা বলেন, এই সাহায্য তার ও তার পরিবারকে পুরো রমজান মাসে নির্বিঘ্নে রোজা করার সুযোগ করে দিল। বাজারে সব জিনিসপত্রের যে দাম তাতে সেহরি আর ইফতার সামগ্রী কেনা তার পক্ষে সম্ভব ছিলো না। বৃদ্ধ দিনমজুর আমিরুল বলেন, রোজা রেখে প্রতিদিন দিনমজুরীর কাজ করে যাওয়া তার পক্ষে অসম্ভব ছিলো, এই সাহায্যদাতারা আমাকে যে সাহায্য দিলেন তার কারণে আমার পুরো রোজার মাসে খাওয়া দাওয়ার আর কোনো সমস্যা থাকলো না। অসুস্থ স্মামিকে বাড়ি রেখে ত্রাণ নিতে এসেছিলেন গৃহবধূ হাফজা। তিনি জানালেন, এই ত্রাণ তার অন্ধকারে আলো দেখালো। এটা না হলে বেশিরভাগ রোজার সেহরি ও ইফতার তাদের না খেয়েই কাটাতে হতো। 


ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url