প্রেমিককে বরবেশে দেখে নিজের পেটে ছুরি চালালেন প্রেমিকা
বর আসনে প্রেমিক পাপ্পুকে দেখেই নিজের পেটে ছুরি চালালেন এক সন্তানের মা। নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বাঁশরী (কান্দাপাড়া) গ্রামে বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে এ ঘটনাটি ঘটেছে। পাপ্পু মিয়া বাঁশরী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বর সেজে হবু বধূর বাড়িতে যাওয়ার অপেক্ষায় বসেছিলেন পাপ্পু মিয়া (২২) নামের এক যুবক। এর মধ্যেই সেখানে ছুটে আসেন এক সন্তানের জননী। পাপ্পুকে বরের সাজে দেখেই নিজের পেটে ছুরিকাঘাত করেন ২৫ বছর বয়সী ওই নারী। এ সময় তিনি চিৎকার করে দাবি করেন পাপ্পুর সঙ্গে আমার অনেক বছর যাবৎ প্রেম ছিল।
ছুরিকাঘাতের পর স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, তাদের দুইজনের মধ্যে পরকীয়ার সম্পর্ক ছিল। বৃহস্পতিবার দুপুরে পাপ্পু বর সেজে বিয়ের প্রস্তুতি নেন। খবর পেয়ে ওই নারী পাপ্পুর বাড়িতে হাজির হন এবং আত্মহত্যার চেষ্টা করেন। তবে এ ঘটনার পর থেকে পাপ্পু ও তার পরিবারের লোকজন পলাতক।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুর রহমান জানান, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় লিখিত কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরো পড়ুন : বারহাট্টায় বজ্রপাতে এক কৃষক নিহত
মদন প্রতিনিধি: