শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় বিএনপি ও পুলিশের সংঘর্ষ, আটক ৪

শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় বিএনপি ও পুলিশের সংঘর্ষ, আটক ৪
প্রতিকী ছবি
নেত্রকোনার দুর্গাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মিনারে বিএনপির নেতাকর্মীরা র‌্যালি করে ফুল দিতে যাওয়ার সময় পুলিশের সাথে সংঘর্ষ বাঁধে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে চার রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ। এসময় বিএনপির কয়েক নেতাকর্মী আহত হয়। রবিবার সকালে উপজেলা পৌর শহরের কাচারী মোড় এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

দুর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল আলম ভুইয়া বলেন, রবিবার সকালে পৌর শহরের কাচারী মোড় এলাকা থেকে পুষ্পস্তবক অর্পনের জন্য বিএনপি নেতাকর্মীরা শহীদ মিনারে যাওয়ার প্রাক্কালে পুলিশ বাঁধা দেয়। এ সময় অন্যান্য নেতাকর্মীদের সাথে পুলিশ তর্কবিতর্ক হয়। পরে আমাদের লক্ষ করে ফাঁকা গুলি ছুঁড়ে। আমাদের ব্যনার ছিড়ে ফেলে। পরে ধাওয়া পাল্টা ধাওয়া শেষে বিএনপি নেতা ঈমাম হাসান আবুচান, আতাউর রহমান ফরিদ, আবু সিদ্দিক রুক্কু ও সাহালম শ্যামলকে ধরে নিয়ে যায়। এছাড়াও আমাদের নেতাকর্মীদের ওপর লাঠি চার্জ শুরু করে পুলিশ। 

এ ব্যপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মো. নুরুল আলম বলেন, ‘আমরা কোন হামলা করিনি। বিএনপি নেতাকর্মীরা উল্টো আমাদের ওপর ইট পাটকেল ছুঁড়ে এবং গালিগালাজ করে। আত্মরক্ষায় ফাঁকা গুলিবর্ষন করি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’


দুর্গাপুর প্রতিনিধি:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url