পূর্বধলায় নিখোঁজের একদির পর শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার (ভিডিও)

পূর্বধলায় নিখোঁজের একদির পর শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার
নেত্রকোনার পূর্বধলায় নিখোঁজের ১৬ ঘন্টা পর আব্দুল্লাহ নামে ৬ বছরের এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারী) সকালে উপজেলার ছোছাউড়া গ্রামের একটি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল্লাহ উপজেলার ছোছাউড়া গ্রামের জামাল মিয়ার ছেলে। সে উপজেলার ছোছাউড়া মডার্ন আইডিয়াল স্কুলের নার্সারির ছাত্র ছিল।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত আব্দুল্লাহ গতকাল বিকাল ৪ টার পর খেলার উদ্দেশ্য বাড়ি থেকে বের হলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সারা রাত খোজাখুজির পর আজ সকাল ৭টায় রাস্তার পাশে ঘাড় মটকানো অবস্থায় রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url