নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত
নেত্রকোনায় বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা লেগে শাকিল আহমেদ (২৭) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ সোমবার (২৩ জানুয়ারী) ভোরে পৌর শহরের ছোটবাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত শাকিল আহমেদ সদর উপজেলার বাংলা গ্রামের আবেদ আলীর ছেলে।
মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, আজ সকালে শহরের পারলা বাসষ্ট্যান্ডে তার ভাইকে বাসে উঠিয়ে দিয়ে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিল। শহরের ছোটবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা লাগে। এতে মারাত্মক আহত হয় শাকিল। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।