নেত্রকোনায় হত্যা মামলার আসামীর গলাকাটা মরদেহ উদ্ধার (ভিডিও)

নেত্রকোনায় হত্যা মামলার আসামীর গলাকাটা মরদেহ উদ্ধার
নেত্রকোনা পৌর সদরের বালুয়াখালী এলাকা থেকে সাফায়েত হোসেন (৩৫) নামে হত্যা মামলার এক আসামির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার সকালে শহরের রাজুরবাজার এলাকার একটি রাইস মিলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাফায়েত পৌরসভার বালুয়াখালী এলাকার ওমর ফারুকের ছেলে। 

তিনি জেলা কৃষকলীগের সদস্য ও পৌর কমিটির সাবেক আহ্বায়ক এ কে এম মাসুদ ফারুক হত্যা মামলার দুই নম্বর আসামি ছিলেন। এছাড়াও বাড়ির অদুরে রাঙা বিলের পাশে একটি ফিসারীতে কাজ করতেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, রোববার সকালে সাফায়েতের গলাকাটা মরদেহ একটি রাইস মিলের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিবলী সাদিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহম্মেদ বলেন, ‘ পূর্ব শত্রæতার জের ধরে সাফায়েত হোসেনকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। সাফায়েত কৃষকলীগ নেতা এ কে এম মাসুদ ফারুক হত্যা মামলার দুই নম্বর আসামি ছিলেন। পূর্ব বিরোধের জেরে ২০১৮ সালের ২৯ নভেম্বর মাসুদ ফারুককে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। ওই মামলার আসামি সাফায়েত বর্তমানে জামিনে ছিলেন।


ভিডিও দেখুন:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url