মদনে অতিরিক্তি মূল্যে সার বিক্রি করায় জরিমানা
নেত্রকোনার মদনে অতিরিক্ত মূল্যে সার বিক্রিসহ বিভিন্ন কারণে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার।
সোমবার (২৩ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলার দেওয়ান বাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওসমান গনী।
তিনি বলেন, রবিবার সকালে মদন উপজেলার দেওয়ান বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অপরাধে মেসার্স যমুনা ট্রেডিং কর্পোরেশনকে ১০ হাজার, মেসার্স ব্রাদার্স এন্টারপ্রাইজকে ১০ হাজার এবং পণ্যের গায়ে মূল্য মুছে বিক্রয়ের অপরাধে অঞ্জন হার্ডওয়ারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জেলা কৃষি বিপনণ কর্মকর্তাসহ আইনশৃংখলাবাহিনীর সদস্যরা সাথে ছিলেন। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরো পড়ুন : নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নিহত এক