পূর্বধলায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশু নিহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে সাফাইন বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এক পর্যায়ে পরিবারের লোকজন সাফাইনকে কোঁথাও দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুজি শুরু করে। কিছুক্ষণ পরে স্বজনরা বাড়ীর পাশ্ববর্তী পুকুরে সাফাইনের লাশ ভাসতে দেখে।
পরে সাফাইনকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে নেত্রকোনার পূর্বধলা ধলাই নদীর পানিতে ডুবে তৌফিক নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে। সে উপজেলার সদর ইউনিয়নের শালদিঘা পূর্বপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে। আজ রবিবার সকাল ৯ঘটিকায় ধলাই নদীর পানিতে ডুবে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে তৌফিক বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এক পর্যায়ে পরিবারের লোকজন তৌফিককে কোঁথাও দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুজি শুরু করে। কিছুক্ষণ পরে স্বজনরা বাড়ীর পাশ্ববর্তী ধলাই নদীতে লাশ ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ সুরতহাল করে ময়নাতদন্ত ছাড়াই দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পূর্বধলা থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরো পড়ুনঃ বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করতে গিয়ে ছদ্মবেশে থাকতে হয়েছে দীর্ঘদিন-সাইদুর রহমান মানিক