ফেন্সিডিলসহ দুই ভারতীয় নাগরিক গ্রেফতার
লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় ফেন্সিডিলসহ দুইজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি সীমান্ত থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানান, হাতীবান্ধা থানার ওসি শাহা আলমসহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ১ শত বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১ লিটার বোতলজাত ফেন্সিডিলসহ হাসেন আলী ও জাহাঙ্গীর আলম নামে দুইজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বাড়ি ভারতের শীতলকুচি থানার পাঠানতার ও লালতর পাড়া এলাকায়।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম জানান, ওই দুই ভারতীয় যুবকের নামে মামলা দায়েরের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
লালমনিরহাট প্রতিনিধিঃ