দুর্গাপুরে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত
নেত্রকোনার জেলার দুর্গাপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জ্যেষ্ঠপুত্র মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার নানা আয়োজনে এ জন্মদিন পালিত হয়।
এ উপলক্ষে সর্বস্তরের অংশগ্রহনে উপজেলা পরিষদের মুক্তমঞ্চে মহান নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান।
এসময় স্মৃতিচারন করেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খাঁন, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বিপ্লব মজুমদার, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া প্রমুখ।
স্মৃতিচারন শেষে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগীয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এছাড়া উপজেলা আওয়ামীলীগ, বঙ্গবন্ধু পরিষদ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, শিল্পকলা একাডেমি অনুরুপ কর্মসুচীতে পালিত হয়েছে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী।
আরো পড়ুনঃ শেখ কামালের জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল
দুর্গাপুর প্রতিনিধি: