নেত্রকোনার কেন্দুয়ায় চান মিয়া (৪২) নামের এক মুদি দোকানীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ।
আজ সোমবার (১৮ জুলাই) উপজেলার পাইকুড়া মিয়া হোসেন মার্কেটের চান মিয়ার মুদি দোকান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত চান মিয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের পাইকুড়া নাগডড়া গ্রামের মৃত ইছব আলীর ছেলে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
পুলিশ আরো জানায়, উপজেলার পাইকুড়া ইউনিয়নের মিয়া হোসেন মার্কেটে ব্যবসা করতেন চান মিয়া। রোববার রাতে দোকানে ঘুমিয়েছিলেন। সোমবার সকাল ১১ টার দিকে দোকান বন্ধ দেখে স্থানীয়রা। পরে দোকান খুলে গলায় দড়ি পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরো জানায়, ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
আরো পড়ুনঃ কেন্দুয়ার সাহিতপুরে নির্মিত হচ্ছে ভূমিহীনদের স্বপ্নের ঠিকানা