নেত্রকোনায় মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে রবিবার নেত্রকোনা শহরে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় জেলা প্রশাসক অফিস প্রাঙ্গনে এসে শেষ হয়। র্যালিতে স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুহেল মাহমুদের সভাপতিত্বে মাদকের ভয়বহতাও এর ক্ষতিকারক বিষয় নিয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার হারুনুর রশিদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আলী হায়দার রাসেল।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ডসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আরো পড়ুনঃ পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত