নেত্রকোনায় ইয়বাসহ মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনায় ইয়বাসহ মাদক ব্যবসায়ী আটক

জনপ্রিয় ডেস্কঃ

নেত্রকোনার কেন্দুয়ায় ইয়াবাসহ আব্দুল হাকিম (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ র‌্যাব-১৪, সিপিসি-২। 

সোমবার (৬ জুন) দুপুর ২টার দিকে উপজেলার চিরাং বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করে র‌্যাব। এসময় তার নিকট থেকে ৭শত ৪৫ পিচ ইয়াবা এবং একটি মোবাইল জব্দ করা হয়। 

$ads={1}

গ্রেফতারকৃত আব্দুল হাকিম উপজেলার চিরাং গোপপাড়া এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। 

কিশোরগঞ্জ র‌্যাব-১৪ এর উপ-পরিচালক মেজর মো: শাহরিয়ার মাহমুদ খান ইমেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল হাকিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য ইয়াবা পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল। 

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-১৪-এর একটি চিরাং বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। পরে সোমবার দুপুর ২টার দিকে চিরাং বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url