নেত্রকোনায় ইয়বাসহ মাদক ব্যবসায়ী আটক
জনপ্রিয় ডেস্কঃ
নেত্রকোনার কেন্দুয়ায় ইয়াবাসহ আব্দুল হাকিম (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ র্যাব-১৪, সিপিসি-২।
সোমবার (৬ জুন) দুপুর ২টার দিকে উপজেলার চিরাং বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করে র্যাব। এসময় তার নিকট থেকে ৭শত ৪৫ পিচ ইয়াবা এবং একটি মোবাইল জব্দ করা হয়।
$ads={1}
গ্রেফতারকৃত আব্দুল হাকিম উপজেলার চিরাং গোপপাড়া এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
কিশোরগঞ্জ র্যাব-১৪ এর উপ-পরিচালক মেজর মো: শাহরিয়ার মাহমুদ খান ইমেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল হাকিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য ইয়াবা পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-১৪-এর একটি চিরাং বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। পরে সোমবার দুপুর ২টার দিকে চিরাং বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।