নেত্রকোনায় দেশীয় পিস্তল ও বিদশী মদসহ দুইজনকে আটক করেছে র্যাব-১৪
জনপ্রিয় ডেস্কঃ
নেত্রকোনার কলমাকান্দা সীমােন্ত দেশীয় পিস্তল ও বিদেশী মদসহ দুই কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসাীকে গ্রেফতার করেছে জামালপুর র্যাব-১৪।
রবিবার (৫ জুন) উপজেলার রাজাপুর গ্রামের জনৈক মোঃ শামসুল হকের বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের নিকট হতে দেশীয় তৈরি ১টি পিস্তল, ম্যাগজিন ১ টি, ১৩০ বোতল বিদেশী মদ, ২ টি মোবাইল সেটসহ নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক মূল্য ২ লক্ষাধিক টাকা।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সুনামগঞ্জ জেলার তাহেরপুরের সিগ্রামপুর গ্রামের আকিক মিয়ার ছেলে হুমায়ন (৪০) ও মোঃ রইচ আলীর ছেলে শফিকুল ইসলাম (৪০)।
র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এক ইমেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে র্যাবের একটি চৌকস দল নেত্রকোনা জেলার কলমাকান্দা থানাধীন রাজাপুর গ্রামে অভিযান পরিচালনা করেন।
এসময় এলাকার জনৈক মোঃ শামসুল হকের বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাদের গ্রেফতার করে।
তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে অস্ত্র ও মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলেও জানান তিনি। তাদের বিরুদ্ধে কলমাকান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে।