নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত
জনপ্রিয় ডেস্কঃ
নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের বাংলা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় শুক্রবার বিকেলে ট্রেনের নিচে কাটা পড়ে সুরাইয়া আক্তার (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছে।
তিনি ওই ইউনিয়নের শিমুলজানি গ্রামের আবুল কাসেমের স্ত্রী এবং ৪ সন্তানের জননী ছিলেন। মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানায় নিহতের স্বামী।
নিহতের স্বামী ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর ১টার দিকে একই ইউনিয়নের হৈডহর গ্রামের বাবার বাড়ী যাবার কথা বলে বেড়িয়ে যায়। বিকাল আনুমানিক ৪ টার দিকে রেলের উপর দিয়ে হাটছিলেন তিনি।
এসময় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মহুয়া ট্রেনের নিচে কাটা পড়ে। এতে দেহ কয়েক টুকরা হয়ে যায়। পরে স্থানীয়রা টুকরোগুলো একটি বস্তায় ভরে রাখে।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই মোঃ নুরুজ্জামান জানান, নিহতের স্বজনদের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।